চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিহত আনু মিয়া

খাবার দিতে গিয়ে ছেলে দেখেন বাবা গুলিবিদ্ধ, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ অক্টোবর, ২০২২ | ৩:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আনু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত আনু মিয়া খরনার ফকির পাড়ার কালা মিয়ার ছেলে।

 

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরিবার সূত্রে জানা যায়, শ্রীমাই পাহাড়ি এলাকায় প্রতিদিনের ন্যায় আজ সকালে কৃষি কাজ করতে যান আনু মিয়া। হঠাৎ অপরিচত কয়েকজনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চান তিনি। পরিচয় জিজ্ঞেস করায় তারা তার সঙ্গে খারাপ আচরণ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। গুলি দুটির একটা নিহত আনু মিয়ার কোমরের পেছনে আর একটি বাম পায়ের ঊরুতে লাগে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহতের ছেলে জাসেম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাবার জন্য ভাত নিয়ে যাওয়ার সময় খবর পান কারা যেন তার বাবাকে গুলি করেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় তার বাবা পড়ে আছে। এ সময় মুখোশ পরিহিত একজনকে পাহাড়ের দিকে চলে যেতে দেখেন তিনি। এরপর বাবার কাছে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে তার মাকে দেখে রাখতে বলেন।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার পূর্বকোণকে বলেন, ‘ধারণা করা হচ্ছে কথাকাটাকাটির জেরে পাহাড়ি সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট