চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঘূর্ণিঝড়ের প্রস্তুতি দেখতে উপকূলীয় এলাকায় ছুটে গেলেন মেয়র

৪ মে, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলার প্রস্তুতি হিসাবে সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন সার্বক্ষণিক মনিটরিং করে চলেছেন। চসিকের এ প্রস্তুতি সরেজমিনে দেখার জন্য গতকাল শুক্রবার বিকেলে উপকূলীয় বেড়িবাঁধসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন মেয়র। পরিদর্শনকালে মেয়র এলাকার বাসিন্দাদের সাথে ঘূর্ণিঝড় বিষয়ে আলাপ আলোচনা করেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি স্থানীয় দোকান মালিক ব্যবসায়ীদের তাদের পণ্য ও মালামাল নিরাপদে সরিয়ে রাখা, পশু ও শিশু-বৃদ্ধদের নিরাপদে সরিয়ে নেয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে মেয়র বলেন, আতংকিত না হয়ে সচেতন হোন। আমরা আছি আপনাদের সেবায়। সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল ও কলেজসহ উপকূলীয় এলাকার সাইক্লোন শেল্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। মহাবিপদ সংকেত দেখা মাত্রই সিটি কর্পোরেশনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট কর্মীরা উপকূলীয় জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে পর্যাপ্ত গাড়ি নিয়ে প্রস্তুত রয়েছে। পরিদর্শনকালে কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, রাজনীতিক নোমান আল মাহমুদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা বোর্ড এর সদস্য ডা. শেখ শফিউল আজম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ঘূর্ণিঝড় ফণি চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কায় নগরবাসীর যে কোনো সেবা দানের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত বৃহস্পতিবার থেকে সিটি মেয়র কন্টোলরুমে বসে বিভিন্ন উপকূলীয় এলাকার কাউন্সিলরদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। নগরবাসীর জরুরি প্রয়োজনে তথ্য ও সেবা পেতে ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৪৬৯ এবং ০১৮১৯-৩৪৯০৯৩ নম্বরে যোগাযোগের জন্য চসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট