চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আবাসিক এলাকায় মিলল ব্রিটিশ আমলের পরিত্যক্ত শেল

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর, ২০২২ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রিটিশ আমলের একটি দূরপাল্লার শেল উদ্ধার করা হয়েছে। যার গায়ে লেখা ছিল ‘৪০ এমএম এম-২৫’ এবং ১৯৪৩ সাল।

সোমবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় নগরীর মৌসুমি আবাসিক এলাকা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পাহাড়তলীর মৌসুমি আবাসিক এলাকায় শিশুরা খেলার মাঠ সমান করার জন্য মাটি খুঁড়ে নিচু জায়গায় ফেলছিল। এ সময় তারা অস্ত্র সদৃশ কিছু দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ‘৪০ এমএম এম-২৫’ নামে লংরেঞ্জ শেল বা গুলি উদ্ধার করা হয়েছে। পরে বোমা ডিসপোজাল ইউনিটকে সেটি হস্তান্তর করা হয়।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট