চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘দুর্গাপূজায় নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না’

কর্ণফুলী সংবাদদাতা

২ অক্টোবর, ২০২২ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মামুনুর রশীদ।

রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তারা উপজেলার জুলধা সনাতনপাড়া ও শিকলবাহা ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্গাপূজায় কোনো গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, যেকোনো ধরনের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত রয়েছে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে, নির্বিঘে্ন ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নরুল হক চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রুপেন চৌধুরী, সাবেক সভাপতি দেবরাজ রতন, সাধারণ সম্পাদক সজল দাশ, জুলধা সনাতন পাড়া পূজা কমিটির সভাপতি সঞ্জয় দাশ প্রমুখ।

 

পূর্বকোণ/নয়ন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট