২ অক্টোবর, ২০২২ | ১২:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। সংক্রমণ হার ৮ দশমিক ৩৩ শতাংশ। তবে গতকালের তুলনায় কিছুটা কমেছে করোনা শনাক্ত।
রবিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৮ জন ও মিরসরাই উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৫৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
পূর্বকোণ/এএইচ