চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশে একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী, চট্টগ্রামেই ৩৫

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর, ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ

দেশে একদিনে সর্বোচ্চ ডেঙ্গুতে আক্রান্ত ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে ২ হাজার ১৫৮ জন এবং চট্টগ্রামে মোট ৬১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

 

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৩৫ জনের মধ্যে ২৬ জন সরকারি হাসপাতালে এবং ৯ জন শনাক্ত হন বেসরকারি হাসপাতালে।

এর আগে গতকাল ১৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক যুবক। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৮ জন এবং ঢাকার বাইরে ১১৭ জন। এ বছর (১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।

এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট