চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল হবে অন্যতম আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র’

পূর্বকোণ ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৪৫ পূর্বাহ্ণ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে “হৃদয়ের যত্নে হৃদয়বান হোন” এই প্রতিপাদ্যকে ধারণ করে নগরীর বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান আলোচনা সভা, র‌্যালি এবং বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। এতে বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হিসেবে চট্টগ্রামে অনেক পূর্বেই হার্ট হাসপাতাল হওয়া প্রয়োজন ছিল। বাংলাদেশেও হার্ট অ্যাটাক বা হৃদরোগ এখন খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে অধিকাংশেরই মৃত্যু হার্ট অ্যাটাকে।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন : সংগঠন কর্তৃক বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুস সালাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিুনর রহমান।

তিনি বলেন, দেরীতে হলেও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ায় উদ্যোক্তাদের প্রতি তিনি ধন্যবাদ জানান। জঙ্গল সলিমপুর এলাকায় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠাকল্পে ৪.৯৩ একর জমি প্রদান করা হয়েছে। প্রয়োজনে জমির পরিমাণ আরো বৃদ্ধির সুযোগ আছে। এই হাসপাতাল হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম চিকিৎসা কেন্দ্র।

এস এম আবু তৈয়বের সঞ্চলনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হোসেন, ডিডিএলজি বদিউল আলম, এনডিসি তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. ইলিয়াছ হোসেন, ম্যাজিস্ট্রেট মো. হোসেন, জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন, ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, প্রফেসর ডা. তারেক ইকবাল, চমেক হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডা. শাহেনা আক্তার, প্রফেসর ডা. প্রদীপ কুমার দত্ত, প্রফেসর ডা. সেলিম মো. জাহাঙ্গীর, ডা. এসসি ধর, ডা. ইফতেখার হোসেন, ডা. সুজিত পাল, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরী, আবদুল মান্নান রানা প্রমুখ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল : বাংলাদেশ হাইপারটেনশান এন্ড হার্ট ফেইলিওর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক (ডা.) প্রবীর কুমার দাশ বলেছেন, বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাটাক।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এসব কথা বলেন। ‘হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করুন’ প্রতিপাদ্যে সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহ ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন শাহীন। ডা. মৌমিতা দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. মোস্তফা জামাল হায়দার, সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় কুমার দাশ, কনসালট্যান্ট ডা. হামিদুল্লাহ মেহেদী, কনসালটেন্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস ও মো. কুতুবুজ্জামান প্রমুুখ।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল : প্রতিষ্ঠানের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা হাসপাতালের কনফারেন্স রুমে অধ্যক্ষ প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।

তিনি বলেন, হার্টের রোগীদের এখানে স্বল্প খরচে সব চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।

বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ড. মোহাম্মদ সানাউল্লাহ, এস এম কুতুব উদ্দিন, মোহাম্মদ সাগির, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, ডা. মো. নূরুল হক, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. আবু তারেক ইকবাল, ডা. খন্দকার বোরহান উদ্দিন, ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. আবদুল কাইয়ুম, ডা. অলক নন্দী, ডা. রজত সংকর রায় বিশ্বাস, ডা. মোজাম্মেল হক শরিফি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. দিদারুল আলম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো. মনজুরুল আলম চৌধুরী, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, ডা. শামসুন নাহার বিনতে মান্নান, ডা. এস এম মুইজ্জুল আকবর চৌধুরী, ডা. শেফাতুজ্জাহান, ডা. সামিরা তৌফিক রেশমা, ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট