চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাদক মামলায় পুলিশ সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২২ | ১১:০২ অপরাহ্ণ

মাদক মামলায় মো. আবুল বাশার নামে এক পুলিশ সদস্যকে (বরখাস্ত) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। 

 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল বাশার (৪০) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালায় র‌্যাব। সেখানে ৩১ হাজার ৮শ’ ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেলটি চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন পুলিশ সদস্য আবুল বাশার।

 

ওই ঘটনায় জোরারগঞ্জ থানায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় আবুল বাশারের বিরুদ্ধে। ২০২১ সালের ৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট