চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অলংকারে শতাধিক দোকান উচ্ছেদ, ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২ | ৮:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে কর্নেলহাট পর্যন্ত ঢাকা ট্রাংক রোডে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনর (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

 

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত এই অভিযানে যানবাহন ও জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে অবৈধ মালামাল জব্দ করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ, দোকানের অংশ বর্ধিতকরণ ও রাস্তায় মালামাল রাখার দায়ে ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং ১ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট