চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৮ নং শুলকবহর ওয়ার্ড

মুরাদপুরে সড়কের উপর ট্রাফিক বক্স, সরাবে কে?

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০১৮ | ১:০২ পূর্বাহ্ণ

ট্রাফিক বক্স স্থাপনের মূল উদ্দেশ্য থাকে যানজট নিরসন এবং সড়ক অবৈধ দখলমুক্ত রেখে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা। কিন্তু নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের মুরাদপুর মোড়ে সম্প্রতি ট্রাফিক বিভাগ একটি বক্স স্থাপন করেছে সড়কের উপর। যা দেখে সাধারণ মানুষ বিদ্রুপাত্মক মন্তব্য করছেন।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ মোড় মুরাদপুরের পূর্ব উত্তর পাশে ফুটপাত ঘেঁষে সড়কের উপর একটি ট্রাফিক বক্স বসানো হয়েছে। বক্সটির কারণে সড়কের প্রায় পাঁচ ফুট অংশ ব্লক হয়ে গেছে। বক্সের দুই পাশে ওই পরিমাণ সড়ক দখল করে হকাররা বসে যাচ্ছে। একদিকে ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রশস্ততা কিছুটা কমেছে। এখন এই বক্সের কারণে আরো সংকুচিত হল সড়কটি। আশপাশের একাধিক ব্যবসায়ী পূর্বকোণের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হকাররা যখন ফুটপাত এবং সড়ক দখল করে বসে যায়, তখন সবাই তাদের সমালোচনা করে। মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদও করা হয়। কিন্তু পুলিশ যখন সড়কের উপর বক্স বসায় তাদের কে উঠাবে ? এমন প্রশ্ন তুলে ব্যবসায়ীরা বলেন, এখন সড়কের উপর ট্রাফিক পুলিশ বক্স বসিয়ে হকারদের স্থায়ীভাবে বসার সুযোগ করে দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট