চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

‘চন্দনাইশ গণিত অলিম্পিয়াড’ ‌১ অক্টোবর

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০৯ অপরাহ্ণ

চন্দনাইশের বরকল এস উচ্চ বিদ্যালয়ে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চন্দনাইশ গণিত অলিম্পিয়াড-২২’। স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে ও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে চন্দনাইশের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পাবে।

দিনব্যাপী গণিত নিয়ে নানা আয়োজনের পাশাপাশি থাকবে আইটি বিষয়ক আলোচনা, এভারেস্ট জয়ী এমএ মুহিত এর ‘শিখড় জয় এর গল্প’, তারুণ্যের বাংলাদেশ নিয়ে কথোপকথন, চন্দনাইশের মনীষীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ‘এসো চন্দনাইশকে জানি’, ফ্রি স্টাইল ফুটবল প্রদর্শন, জাদু প্রদর্শন, সাংস্কৃতিক আয়োজন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাস্টি চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। প্রধান আলোচক থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধক থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। বিজ্ঞপ্তি

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট