চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চাক্তাইয়ে ১৮০০ কেজি পলিথিন জব্দ করল পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২২ | ৯:১৩ অপরাহ্ণ

নগরীর চাক্তাইয়ে ওসমানিয়া গলি এলাকায় ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

অভিযানে মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আক্তার, আবদুল্লাহ আল মতিন, এবং পরিদর্শক মো. মনির হোসেন উপস্থিত ছিলেন। সহযোগিতা প্রদান করেন সিএমপির ৪ সদস্যের একটি টিম। হিল্লোল বিশ্বাস জানান, পরিবেশ রক্ষায় আমরা পলিথিন বিরোধী অভিযান চলমান রাখবো। চট্টগ্রাম নগরীর কোথাও এসব অবৈধ পলিথিন উৎপাদন ও সংরক্ষণ করলে আমাদের তথ্য দিলে আমরা অভিযান চালাবো।

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট