চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এলো মহিষের পাল

টেকনাফ সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২২ | ৯:১০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এলো একটি মহিষের পাল। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে মহিষের পালটি নাফ নদী সাঁতরে আসতে দেখেন টহলরত বিজিবি সদস্যরা। এসময় স্থানীয়দের সহায়তায় মহিষের পালটি এক স্থানে একত্রিত করে রাখা হয়। মহিষের পালটিতে ছোট বড় ১৯টি মহিষ রয়েছে।

 

জাদিমুড়া এলাকার বাসিন্দা আজিজুর রহমান জানান, নাফ নদী দিয়ে সাঁতরে মহিষগুলোকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের সহযোগিতা চান। এসময় স্থানীয় লোকজন মহিষগুলোকে একত্রিত করে রাখেন ।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খোঁজ-খবর করেও মহিষগুলোর কোন মালিক খুঁজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মিয়ানমার থেকে নদী সাঁতরে মহিষের পালটি এইপারে চলে এসেছে।

 

জব্দ মহিষের পালটিকে টেকনাফ শুল্ক গুদামে জমা করা হবে।

 

পূর্বকোণ/কাশেম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট