২৫ সেপ্টেম্বর, ২০২২ | ৫:২১ অপরাহ্ণ
বান্দরবান সংবাদদাতা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে পুলিশ ভূমিকা রাখছে। পুলিশের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়নে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তায় এখানে স্থাপন করা হচ্ছে আমর্ড পুলিশের তিনটি ব্যাটালিয়ন ও পুলিশের একাধিক ক্যাম্প।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের থানচিতে হাইজল্যান্ড পার্ক রিসোট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (ফাইন্যান্স) মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক প্রমুখ।
পূর্বকোণ/এএস/এএইচ