চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মেয়াদোত্তীর্ণ ওষুধ, চট্টগ্রামের ৪ ফার্মেসি গুনল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরীর চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করায় একটি হোটেলকেও জরিমানা করা হয়।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর কোর্টবিল্ডিং ও ওয়ারলেস এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। তিনি বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে কোর্ট বিল্ডিং এলাকার ক্রাউন হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও কাটা ওষুধ সংরক্ষণের কারণে ওয়ারলেস এলাকার রুহুল আমিন স্টোর, নাহার ফার্মেসি, হলি ফার্মেসি ও আর একে ফার্মেসিকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট