চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টেকনাফে ১৩ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২ | ১২:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর তীরে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার ফেলে পালিয়েছে পাচারকারী। স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকা থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার মো. আশিক আহমেদ।

তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে একটি ট্রলারে করে স্বর্ণ পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল বরইতলী প্যারাবন এলাকায় অবস্থান নেয়। ওই এলাকায় এক ব্যক্তিকে দেখে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে একটি বস্তা ফেলে প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম এক কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট