২৫ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জোরারগঞ্জে যুবলীগ কর্মী মো. শহিদুল ইসলাম আকাশ হত্যা মামলার প্রধান আসামি মামুনসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, ভাইকে হত্যার প্রতিশোধ নিতে জামিনে বের হয়ে যুবলীগ কর্মী আকাশকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এজাহারনামীয় এক নম্বর আসামি মামুনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুন হওয়া শহিদুল ইসলাম আকাশ পূর্ব হিংগুলি এলাকার মো. নূর ইসলামের ছেলে। তিনি চিনকির বাজারে আসবাবপত্রের ব্যবসা করতেন।
এ বিষয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চিনকির বাজার এলাকায় কুপিয়ে জখম করা হয় শহিদুল ইসলাম আকাশকে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। ওইদিন রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর/এএইচ