চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন

নিজস্ব সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৪৪ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে অনুুষ্ঠিত নির্বাচনে ১৫০০ সভ্যের মধ্যে ভোট প্রয়োগ করেন ১২৬০ জন। সমিতির ১২ পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন শেষে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৩টি পদের বেসরকারি ফলাফল ঘোষিত হয়। এতে দেলোয়ার হোছাইন এমএ সভাপতি, মঈন উদ্দিন সম্পাদক ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দীন বাবুল সিকদার। তন্মধ্যে সম্পাদক পদে মাত্র ৬ ভোটের ব্যবধান হওয়ায় তাদের ভোট দু’বার গণনা করা হয়। এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ১১ টা পর্যন্ত ৯ টি পরিচালক পদের ভোট গণনা চলছিল।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এ নির্বাচনের প্রধান সমন্বয়ক ছিলেন। তার তত্ত্বাবধানে নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম ও কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার মো. রমিজ আহমদ।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট