চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সাম্রাজ্যবাদবিরোধী ও গণতান্ত্রিক লড়াইয়ে প্রীতিলতা সাহসের প্রেরণা

বিজ্ঞপ্তি

২৪ সেপ্টেম্বর, ২০২২ | ৭:৪৪ অপরাহ্ণ

বৃটিশবিরোধী লড়াইয়ের সৈনিক বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০ তম আত্মাহুতি দিবসে নগরীর পাহাড়তলী প্রীতিলতা মনুমেন্টে পুস্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) পুষ্পস্তবক অর্পণের পর এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সত্যজিৎ বিশ্বাস, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের আহবায়ক অপুদাশগুপ্ত, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহবায়ক এনি চৌধুরী।

 

এসময় বক্তারা বলেন, বৃটিশ শাসনের বিরুদ্ধে প্রীতিলতা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন, সেই স্বপ্ন আজও অপূর্ণ। শ্রমিক শ্রেণির শাসন ক্ষমতা ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই স্বপ্ন পূরণ হতে পারে। এজন্য শ্রমিক, কৃষক ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। এই লড়াইয়ে বীর কন্যা প্রীতিলতার চেতনা ও জীবন সংগ্রাম আজও আমাদের সাহসের প্রেরণা হয়ে থাকবে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট