চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে বজ্রপাতে দোকান পুড়ে ছাই

মানিকছড়ি সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২২ | ৫:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলার দক্ষিণ ফকিরনালার অদূরে মনাছড়ি পাড়ায় বজ্রপাতে একটি দোকান ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ১২ মিনিটে মনাছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত দোকানি সাথোয়াই মারমা জানান, সকালে দোকান খোলার আগেই আকাশে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় আমার ক্ষুদ্র দোকান ঘরটিতে আগুন ধরে যায়। এতে সোলার, চা ও মুদির মালামালসহ আমার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভাগ্যিস দোকান খোলার আগে বজ্রপাতের ঘটনা ঘটেনি। খোলা অবস্থায় এমন ঘটনা ঘটলে অনেকে মারা যেত!

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তহিদ উদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তির তথ্যাদি সংগ্রহ করে এনেছি। সরকারিভাবে সহয়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট