চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোটি টাকার ঋণ পরিশোধ না করতেই ৬ বছর পালিয়ে ছিলেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২ | ৬:১০ অপরাহ্ণ

মো. মাজাহার ইকবাল খান (৫০) ও তার ভাই মো. জাফর ইকবাল খান (৪০)। দু’জনই চট্টগ্রাম নগরীর নবাব সিরাজুদ্দৌলা রোডে মিষ্টির ব্যবসা করতেন। তাদের বাবা হাজী মোহাম্মদ ইকবাল খান মারা যাওয়ার পর বাবার রেখে যাওয়া সম্পত্তিতে তারা মাল্টিস্টোরেড বিল্ডিং ১০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। ভবন নির্মাণের জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও লোকজনদের কাছ থেকে কোটি টাকা ঋণও নেন। ভবনের অষ্টম তলা পর্যন্ত নির্মাণের পর তারা কাজ বন্ধ করে দেন। যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও লোকজনের কাছ থেকে কোটি টাকা ঋণ নিয়েছে তাদের টাকা পরিশোধ করতে না পারায় দুই ভাই চট্টগ্রাম থেকে পালিয়ে যান। চট্টগ্রাম থেকে পালিয়ে মাজাহার কুমিল্লার নাঙ্গলকোট থানাধীন জোড় পুকুরিয়া গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। আর তার ছোট ভাই জাফর ইকবাল খান গাজীপুরের গাঁছাথানাধীন মেট্রিক্স স্টাইলস লি. কোম্পানিতে একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় গাজীপুরের গাঁছা থানাধীন বটতলী এলাকা থেকে মো. জাফর ইকবাল খানকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলায় সাজা ও ১৩টি গ্রেপ্তারি ওয়ারেন্ট আছে। পরে তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টায় কুমিল্লার নাঙ্গলকোট থানাধীন জোড়পুকুরপাড় এলাকা থেকে মো. মাজাহার ইকবাল খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৩টি সাজাসহ ১৯টি ওয়ারেন্ট রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট