চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার তিন রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২২ | ৬:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ পিস ইয়াসাবহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। আটকরা হলো- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. আব্দুস সালামের ছেলে মো. আলী হোসেন (৩৪), মৃত শহিদুল্লাহর ছেলে মো. ইউনুস (৩৭) ও মো. হাসু মিয়ার ছেলে মো. হোসেন আহম্মেদ (২৫)।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিজিবি-৩৪-এর অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির। তিনি জানান, ভোরে রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া এলাকায় ফাঁদ পাতা হয়। সীমান্ত এলাকা থেকে কতিপয় লোকজনকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। তবে দুইজন পালিয়ে গেছে। পরে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। আটক আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আসামি ও উদ্ধার ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট