চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সাফে শিরোপাজয়ী খাগড়াছড়ির ৩ কন্যাকে ৩ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

খাগড়াছড়ি সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০২২ | ২:১৪ অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন দলে থাকা খাগড়াছড়ির তিন খেলোয়াড় ও এক কোচের জন্য চার লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র। এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পুরষ্কারের জন্য ঘোষিতরা হলেন- মনিকা চাকমা, আনাই, আনুচিং মগিনী ও দলের সহকারী কোচ তৃষ্ণান চাকমা।

 

সাফে নারীদের শিরোপা জয়ের আনন্দে মেতেছেন পুরো দেশবাসী। এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশের এ জয়ের অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এ অর্জনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

প্রসঙ্গত, নেপালের দশরথে অনুষ্ঠিত শিরোপার লড়াইয়ে মনিকা চাকমা মাঠে থেকে সরাসরি জয়ে অবদান রেখেছেন। এছাড়া মূল স্কোয়াডে ছিলেন আনাই ও আনুচিং মগিনী।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট