চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ পণ্য-ওষুধ সংরক্ষণ, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ পণ্য-ওষুধ সংরক্ষণের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৯ সে‌প্টেম্বর) নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ‘জিইসি এলাকার সানমার ওশান সিটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য ও আমদানিকারকবিহীন পণ্য সংরক্ষণ করার দায়ে আফ্রা কসমেটিকসকে ১৫ হাজার টাকা, গ্লেম সিটিকে ৩ হাজার টাকা ও রেড রুটকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় হক ফার্মেসিকে ১০ হাজার ও নিজামপুর ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট