চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ উপজাতি যুবক গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২২ | ২:৫০ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে অস্ত্রসহ এক উপজাতি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক উচপ্রু মার্মা (২০) লামা উপজেলার ফাঁসিয়খালী ইউনিয়নের সাপেরগাড়া গ্রামের বাসিন্দা প্রমাংরী মার্মার ছেলে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তিতার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসেম জানান, গতকাল দিবাগত রাতে তিতার এলাকায় রাস্তার ওপর একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী যুবকের সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একনলা একটি বন্দুক উদ্ধার করা হয়। তল্লাশির সময় আরও দুই যুবক পালিয়ে গেছে। গ্রেপ্তার যুবককে নাইক্ষংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক টান্টু সাহা বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে আজ (শনিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট