চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দুর্গম সাজেকে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষাকেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২ | ৮:২৮ অপরাহ্ণ

প্রথমবারের মতো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়টি এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করল।

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘সাজেকের দুর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী ও অভিভাবক মহলেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তাছাড়া এই কেন্দ্রে সচিব হয়ে আমি ইতিহাসের অংশ হতে পেরে গর্ববোধ করছি।’

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আগে আমাদের সন্তানদের ৪০ কিলোমিটার দূরে বাঘাইছড়ি সদরে গিয়ে বাসা ভাড়া নিয়ে থেকে পরীক্ষা দিতে হতো। থাকাখাওয়া বাবদ অনেক টাকা খরচ হতো, যা অনেক দরিদ্র পারিবারের জন্য একটি বড় চিন্তার বিষয় ছিল।

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বিদ্যালয়টি চালুর পরে এবার প্রথমবারের মতো বাঘাইহাটে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্রছাত্রী সবাই উপকৃত হয়েছে। এর জন্য সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই।’

পরীক্ষার্থী ইন্দুবাল চাকমা বলেন, ‘আগে পরিবার রেখে উপজেলা সদরে বাসা ভাড়া করে পরীক্ষা দিতে হতো, এখন বাড়িতে থেকে পরীক্ষা দিতে পারছি। এতে আমাদের সময়, টাকা, বাঁচে গেল। আমরা সেনাবাহিনী ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।’

বৃহস্পতিবার সকালে বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাঘাইহাট জোনের কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের বলেন, পাহাড়ে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু করেছে। শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি আরও বলেন, পাহাড়ে সেনাবাহিনী উন্নয়নের পাশাপাশি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

১৯৯২ সালে সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাট জুনিয়র হাই স্কুল নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এরপর ১৯৯৯ সালে ১ ইস্ট বেঙ্গলের সার্বিক সহযোগিতায় এমপিওভূক্ত হয়। পরবর্তীতে ২০১০ সালে জেএসসি পরীক্ষার কেন্দ্র অনুমোদন পায়। বর্তমান জোন কমান্ডার- লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ২০২২ সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট