১৫ সেপ্টেম্বর, ২০২২ | ৬:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে এক হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- মো. শফি (২৮) ও মো. মিজান (২২)।
বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জহিরুল ইসলাম।
তিনি বলেন, ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা জানায়- কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।
পূর্বকোণ/এএস/এএইচ