চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ

নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর ৩ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ সে‌প্টেম্বর) মাইলের মাথা ও স্টিলমিল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ, মোড়কজাত বিধিমালা না মানায় আদর্শ বেকারিকে ৫৫ হজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে এ কে ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও নূর ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিম, মাংস ও নিত্যপণ্যের দোকা‌নেও তদার‌কি করা হয়। একইসঙ্গে সকল‌কে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট