চট্টগ্রাম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

অতিরিক্ত ৪% কল্যাণ ভাতাকর্তনের প্রতিবাদশিক্ষক সমিতির মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা , পটিয়া

৪ মে, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ও কর্মচারী ফেডারেশন পটিয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা অতিরিক্ত ৪% সরকারিভাবে বেতন থেকে কর্তনের প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সহ-সভাপতি প্রধান শিক্ষক পার্থ সারথী সাহা, সহকারী শিক্ষক আবদুল মান্নান, কাজল কান্তি দত্ত, আনিছুর রহমান, সুমন দাশ, জামাল উদ্দিন রাব্বানী, কাঞ্চন ভট্টাচার্য্য প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ইতিপূর্বে অবসর ও কল্যাণ ভাতা ৬% করে বেতন থেকে কর্তন করে আসছে। বর্তমানে আরো ৪% করে নিয়ে ১০% কেটে নেওয়া হচ্ছে। যা কোন অবস্থাতেই যুক্তি সঙ্গত নয়। বক্তারা, অবিলম্বে অতিরিক্ত ৪% কল্যাণ ভাতা কর্তন বন্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যতায় আগামীতে শিক্ষক সমাজের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট