চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

জিপিএইচ ইস্পাত প্রতিযোগিতায় ব্রাদার্স চ্যাম্পিয়ন

সুইমিংপুল শহুরেদের সাঁতার শেখায় বড় ভূমিকা রাখবে : মেয়র

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৪ মে, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

অনেক ত্যাগ তিতীক্ষা ও কাঠখড় পুড়িয়ে পাওয়া নবনির্মিত চট্টগ্রামের সুইমিংপুলে অবশেষে সাঁতারুরা প্রথমবারের তাদের শরীর ভিজিয়েছে এক প্রতিযোগিতার মাধ্যমে। এ জন্য বৃহস্পতিবার, ২ মে তারিখটি চট্টগ্রামের ইতিহাসে মাইলফলক হয়েও থাকতে পারে। শরীর ভেজানোর উপলক্ষটা তৈরি করে দিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এতে পৃষ্ঠপোষক হয়ে প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছে জিপিএইচ ইস্পাত। একই সাথে প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সাঁতার প্রতিযোগিতার ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ১০টি স্বর্ণ ও ১টি রুপাসহ ৩৪ পয়েন্ট পেয়েছে। এছাড়া ৩টি রুপা ও ১টি তামা পদকে ৭ পয়েন্টে রানার্স আপ হয়েছে ফিরিঙ্গীবাজার লাকি স্টার। একই সাথে ৭ পয়েন্ট পেলেও ১টি রুপা ও ৫টি তামা পদক পাওয়া লিটল ব্র্রাদার্স ৩য় স্থান পায়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্রাদার্সের অমিত হাসান সেরা সাঁতারু এবং সবচেয়ে সেরা ও আকর্ষণীয় ইভেন্টে ৫০ মিটার ফ্রি স্টাইলে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের আমিরুল প্রথম স্থান অধিকার করে দ্রুততম সাঁতারু হয়েছেন। প্রতিযোগিতায় ২৩টি দল ১২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। সকালে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করার পর বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এই সুইমিংপুলের স্বপ্নদ্রষ্টা ও প্রধান রূপকার সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমাদের অনেক সাধনা ও ত্যাগের ফলে আজ চট্টগ্রামের এই সুইমিংপুল আলোর মুখ দেখেছে। বহু কষ্টে পাওয়া এই সুইমিংপুলটি আমাদের সকলের সম্পদ। এ সুইমিং পুল শহুরে ছেলেমেয়েদের সাঁতার শেখার অগ্রণী ভূমিকা পালন করবে। এটির ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করা হবে। নীতিমালার আলোকে এখানে সদস্য অন্তর্ভুক্তিসহ সব কার্যক্রম সম্পন্ন করা হবে। সুইমিং পুলে নারীদের এবং গরিবদের জন্য বিনা ফি-তে সাঁতার শেখানোর ব্যবস্থাও রাখা হবে। তিনি আরো বলেন, শহুরের ছেলেমেয়েরা অনেকেই সাঁতার জানে না। নাড়ির টানে এদের অনেকেই গ্রামের বাড়িতে যান। গ্রামের পুকুরে গোসল করার সময় অনেক শিশু-কিশোর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আশা করছি এ সুইমিংপুল এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ অতিথির ভাষণে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, “চট্টগ্রামে চমৎকার আন্তর্জাতিক মানের সুইমিংপুল স্থাপন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের কাছে আমরা কৃতজ্ঞ। তিনি ভবিষ্যতেও সিজেকেএস এর কার্যক্রমে জিপিএইচ কর্তৃক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিজেকেএস সাঁতার কমিটির চেয়ারম্যান ও রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস সাঁতার কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস এর সহ-সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, মো. মশিউর রহমান চৌধুরী, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর ও সাঁতার কমিটির যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট ও সদস্য আসাদুজ্জামান খান প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট