চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে চবি উপাচার্য

রমজান আমাদের সংযমী হওয়ার শিক্ষা দেয়

৪ মে, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই রমজান আমাদেরকে ধৈর্য, সহিষ্ণুতার মাধ্যমে আত্মপ্রত্যয়ী ও মানবতাবাদী হওয়ার শিক্ষা দান করে। আল্লাহপাক এই রমজান মাসকে অন্যান্য মাসের চেয়ে আলাদা মর্যাদা দান করেছেন। যার প্রতিদান তাঁর নিজের হাতেই। সুতরাং এই মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারীর পবিত্র স্মৃতি বিজড়িত মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাইজভা-ারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সদস্য বরুণ কুমার আচার্য বলাই। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল ও অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের তত্ত্বাবধায়ক ধীমান দাশ, নিলু দাশ, দয়াল দত্ত, হাফেজ ফোরকান প্রমুখ। এতে ১০০ জন দুস্থ লোকদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট