চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শারজায় সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদ মাহমুদ

শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আমরা নতুন বাংলাদেশ দেখবো

৪ মে, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, তেইশ বছর শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে যে মহান মানুষটি বাংলাদেশেকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, স্বাধীনতার চার বছরের মাথায় তাকে নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করা হল। মাত্র এগারো মাসের মাথায় তিনি শাসনতন্ত্র পরিচালনার জন্যে আমাদেরকে একটি সংবিধান দিয়েছিলেন। তিনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি আধুনিক দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পরাজিত শক্তি তার সে আশা পূরণ হতে দেয়নি। সমৃদ্ধ দেশ গঠনের সকল উপাদানই আমাদের ছিল, ছিল না কেবল যোগ্য নেতৃত্ব। আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, ফসল ফলানোর মাটি আছে, জনশক্তি আছে, বিশাল এক সমুদ্র সম্পদ আছে। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আগামীতে আমরা এক নতুন বাংলাদেশ দেখবো। সম্প্রতি স্বেচ্ছাসেবকলীগ সংযুক্ত আরব আমিরাত ও শারজাহ শাখার যৌথ উদ্যেগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্ট মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হানিফ সিকদার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক মো. সেকান্দর হোসেন খোকনের যৌথ পরিচালনায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে রাস আল খায়মা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ, জামশেদুল আলম, আলী আবরাহ দুলাল, কাজী মোহাম্মদ আলি, জাহাঙ্গীর আলম, তৌহিদ আলম জিলানী, মো জাহাঙ্গীর আলম, আলি ফাহাদ। বক্তব্য রাখেন প্রকোশলী মহিউদ্দিন ইকবাল, মো. সরওয়ার আলম, পিকলু শীল, শাহা মাকসুদ, মো. মিজানুর রহমান, মো. তাজুল ইসলাম, রিকো শর্মা প্রমুখ। দুপুরে ফরিদ মাহমুদ শারজাহ আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উভয় অনুষ্ঠানে প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ স্মারক সম্মাননা ফলক দেয়া হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট