চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ফের বিক্ষোভ

কাপ্তাই সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২২ | ৪:২৩ অপরাহ্ণ

চার বছরের কারিগরি ডিপ্লোমা কোর্স তিন বছরে রূপান্তরের ঘোষণায় কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার (২৮ আগস্ট) ক্যাম্পাসে বিএসপিআই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই আন্দোলন করে।

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা জানায়। তারা বলেন, তিন বছরের কোর্স নয়, চার বছলের কোর্স চায় শিক্ষার্থীরা। এ দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ সুইডেন পলিটেকনিকের অটোমোবাইল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের ছাত্র মো. খোকন, সিভিল উড ডিপার্টমেন্টের সপ্তম পর্বের ছাত্র ফয়সাল হোসেন বাতিন, কম্পিউটারের পঞ্চম পর্বের ছাত্র তছলিম ভূঁইয়া, ইলেকট্রিকাল বিভাগের মহিবুল্লাহ, মাইনুল নিশি প্রমুখ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট