চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২২ | ৪:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৩০ লাখ টাকার ইয়াবা ও অস্ত্রসহ আবু তাহের (৩৭) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন। তিনি ১৩ নম্বর ক্যাম্পের মৃত আব্দুস সালামের ছেলে।

শুক্রবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার তাজনিমারখোলা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তার রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট