পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৯ নম্বর ওয়ার্ড আপেল আহমেদের টেক এলাকায় বাউন্ডারির গেট চাপা পড়ে সাফিরা আকতার নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় প্রতিবেশি সাদ্দাম হোসেন পূর্বকোণকে জানান, নিহতের ঘরের বাউন্ডারি নির্মাণের কাজ চলমান রয়েছে। বাউন্ডারির গেট অসতর্কতার সাথে আটকানো হলে রাত ৯টার দিকে এটি পড়ে যায়। এসময় গেটের নিচে থাকা শিশু সাফিরা আকতার গায়ে পড়লে তার মাথায় আঘাত হয়। তিনি বলেন, আমরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে সাফিরা আকতার নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। তিনি বলেন, মাথায় আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে।