চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাউজানে ১৬ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধারের পর অবমুক্ত

রাউজান সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২২ | ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ১৬ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার খেলাঘাট চৌধুরীপাড়া থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম (ডাব্লিউএসআরটিবিডি)। পরে বিকাল ৪টায় গহীন বনে সেটি অবমুক্ত করেন চট্টগ্রাম উত্তর বন-বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী বন-বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।
তিনি বলেন, উদ্ধার হওয়া সাপটির ওজন ২৫ কেজি। বিকেলে পাহাড়ের গহীন বনে অজগরটি অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে এটি রাউজান-রাঙ্গুনিয়ার পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট