২৪ আগস্ট, ২০২২ | ৯:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞপ্তি
চট্টগ্রাম হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদরাসা শিক্ষায় বিশেষ অবদান ও কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারীদের সম্মাননা দেওয়া হয়।
বুধবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলম, পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মহা-পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা, বায়তুশ শরফ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান, উম্মাহ ফাউন্ডেশনের মুফতি আবুল কালাম আজাদ, বেওয়ারিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবিক পুলিশ শওকত, প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া খালেদ, আস-সুন্নাহ মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাসুদুর রহমান, মাদারবাড়ি আলহেরা মাদ্রাসার পরিচালক হাফেজ রাকিব আহমেদ প্রমুখ।
পূর্বকোণ/এএস/পারভেজ