চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালী হামেদিয়া মাদ্রাসায় সালমা আদিল ফাউন্ডেশনের সহায়তা

বিজ্ঞপ্তি

২৩ আগস্ট, ২০২২ | ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার ভবন নির্মাণে সহযোগিতা করছে সালমা আদিল ফাউন্ডেশন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারীর হাতে ফাউন্ডেশনের পক্ষে ইশতিয়াক উদ্দীন চৌধুরী ৫০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কঙ্গোর অনারারি কনসোল ও মিডিয়া ব্যাক্তিত্ব জিয়াউদ্দিন আদিল এবং তার স্ত্রী শিক্ষানুরাগী  সমাজসেবী সালমা খানমের সমাজকল্যাণমূলক সংস্থা সালমা-আদিল ফাউন্ডেশন। যা দুস্থ মানুষের সেবায় কাজ করে আসছে।

উল্লেখ্য, ফাউন্ডেশনের পক্ষে সালমা খানম বাঁশখালী ও চন্দনাইশসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে এবং সমগ্র দেশব্যাপী করোনা মহামারীর সময় নানা সেবা কার্যক্রম চালান।

দাতার ইচ্ছেক্রমে তার মাতার নামে ভবনটির নামকরণ করা হবে ‘আরিফা খানম ভবন’। 

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট