চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে দুই ফটোগ্রাফার আটক

কক্সবাজার সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২২ | ৭:০৫ অপরাহ্ণ

পর্যটক হয়রানির অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকতের দুই ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। তারা হলো- মো. গোলাম রাব্বি ও মো. মতিন হাওলাদার।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, ভুক্তভোগী দুই পর্যটক তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

দুই পর্যটকের অভিযোগ ছিল- এক পর্যটককে ছবি তোলার জন্য অনুরোধ করেন ফটোগ্রাফার। ভুক্তভোগী পর্যটক বেশ কিছু ছবি তুলে দেওয়ার অনুমতিও দেন। কিন্তু ফটোগ্রাফার রাব্বি ৪০টি ছবি তুলে মোটা টাকা দাবি করেন। ছবিগুলো না নিতে চাইলে তাকে হুমকিও দেন।

আশিক রানা নামে আরেক পর্যটক ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে, তিনি সাগরে গোসল করতে নামেন। এসময় ফটোগ্রাফার মো. মতিন ক্যামেরায় পানি লাগার অভিযোগ তুলে পাঁচ হাজার টাকা দাবি করেন। পর্যটককে হয়রানির অভিযোগ পেয়ে ফটোগ্রাফারের কাছ থেকে টাকা উদ্ধার করা হয় এবং ফটোগ্রাফারকে আটক করা হয়েছে বলেও জানান মো. রেজাউল করিম।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট