চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে মুখোশসহ আটক ৩

কক্সবাজার সংবাদদাতা

২২ আগস্ট, ২০২২ | ৬:১১ অপরাহ্ণ

কক্সবাজার শহরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন চিহ্নিত অপরাধীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি সিএনজি অটোরিকশা ও ছোরাসহ বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (২২ আগস্ট) ভোরে সদর মডেল থানার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, ঝিলংজা হাজী পাড়া এলাকার মো. রাশেদ (২৫), তারেক আজিজ (২২) ও মো. ফরিদুল আলম(৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন। তিনি বলেন, সোমবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর এলাকায় একদল চিহ্নিত অপরাধী ডাকাতির প্রস্তুতি নেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক স্টিলের টিপ ছোরা, একটি কাচি, তিনটি লোহার রড ও পাঁচটি কালো রংয়ের মুখোশ।

সেলিম উদ্দিন বলেন, সোমবার বিকেলে তাদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/আরাফাত/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট