চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটি’র দক্ষ জনশক্তি তৈরির কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির উদ্যোগে সোশ্যাল এন্ড লেবার কনভারজেন্স প্রোগ্রাম (এসএলসিপি) বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) নগরীর এশিয়ান এসআর হোটেলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজিম উদ্দীন সাগর খানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ দেন ব্যুরো ভ্যারিটাস কনজুমার বিডি লিমিটেডের ডেপুটি ম্যানেজার ওয়াদুদ আহমেদ চৌধুরী। পরে প্রধান অতিথি কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ডা. জিএম সামশুদ্দিন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও যুগ্ম সম্পাদক আবু রিদুওয়ান পাভেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ, আইকিউ চার্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক এএইচএম কামরুজ্জামান চৌধুরী, প্যাসিফিক জিন্সের মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন, দৈনিক সমকালের সিনিয়র উপ-সম্পাদক নাসির উদ্দীন হায়দার, বিএসএইচআরএম-এর সভাপতি গোলাম নেওয়াজ বাবুল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এজিএম আরিফ আহমেদ, ইয়াং এন্ড হেড-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর, রিজেন্সি গার্মেন্টসের এইচআর হেড লিটন কান্তি সরকার, জিবি বিডি লি. এর মহাব্যাবস্থাপক শ্যামা প্রসাদ, চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির উপদেষ্টা সাইদুর রহমান মিন্টু।

আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য অয়ন চৌধুরী, জুয়েল পাল, আবু তালেব, মোহাম্মদ হাসান, জহুরা, জুলিয়া প্রমুখ।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট