২১ আগস্ট, ২০২২ | ১১:২৪ পূর্বাহ্ণ
কক্সবাজার সংবাদদাতা
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
তারা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম।
শনিবার (২০ আগস্ট) বিকেলে মহেশখালী চ্যানেলে আবু তৈয়বের মরদেহ ও রাতে সোনাদিয়া চ্যানেল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।
এর আগে শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এ সময় ১৯ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে করে তীরে ফিরে আরও ৩ জন। নিখোঁজ আট জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে ট্রলার ডুবির পর দুই দফায় ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে গতকাল শনিবার বিকেলে তৈয়ব ও রাতে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ