চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২২ | ১১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ হাছান (১০) মোহাম্মদ হোছন (৯) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম কাছেমুল উলুম মাদ্রাসার পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা চন্দ্রঘোনা খোন্দকার পাড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ শফির ছেলে। তিনি বনগ্রাম আবুল খায়ের কলোনির ভাড়া বাসায় বসবাস করে বলে জানিয়েছেন ইউপি সদস্য ইমরান হোসেন ইমু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুই ভাই নামাজ পড়তে যায় মাদ্রাসার মসজিদে। এরপর তাদের খুঁজে না পাওয়ায় নিহতের পরিবার মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট তাদের সন্তানদের সন্ধান জানতে চান। এতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সন্তানদের কোথায় গেছে কিংবা কোথায় আছে জানে না বলে জানান। এতে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯টায় মাদ্রাসার পুকুরে খুজতে গেলে মৃত অবস্থায় প্রথমে হাছানের লাশ পাওয়া যায়। এরপর জাল দিয়ে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় আরেক ভাই হোছনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল নিয়ে গেলে কতব্যরতচিকিৎসক তাদের মৃত বলে জানান।

চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই ভাইকে মাদ্রাসার মসজিদে জুমা এবং আছরের নামাজ পড়তে দেখেছেন এলাকার অনেকেই। আছরের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়রা বলছেন, পুকুরটির পানিতে ডুবে প্রতিবছর প্রাণহানি ঘটছে মাদ্রাসার ছাত্র ও এলাকার নানা বয়সের মানুষের।

 

পূর্বকোণ/জিগার/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট