১৯ আগস্ট, ২০২২ | ১২:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর ইউনিয়নের শফিউল আলমের ছেলে মো. জামাল উদ্দিন (২৮) ও আব্দুল মুনাফের ছেলে মো. মবিন (২৬)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার উত্তর সত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য তারা এ অস্ত্র ব্যবহার করত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এএস/এএইচ