চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাত ৮টার পর দোকান খোলা, সীতাকুণ্ডে ১০ দোকানিকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২২ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১০ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার টাকা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৮টা থেকে দু’ঘণ্টার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

 

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বার আউলিয়া ও ভাটিয়ারি এলাকার ৭ দোকানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সহকারী কমিশনার মো. আশরাফুল আলম বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে এগিয়ে আসার জন্য উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এ সময় নির্দেশনা না মানায় সীতাকুণ্ড ও বাড়বকুণ্ড এলাকার ৩ দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

পূর্বকোণ/এএস/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট