চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৮ টাকার ভাড়া নিল ১০ টাকা, ৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২ | ৭:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ৮ টাকার ভাড়া ১০ টাকা নেওয়ায় ৩ সিএনজিচালিত অটোরিক্সা চালককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় এক অটোরিক্সা চালককেও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহারিয়ার ‍মুক্তার।

পূর্বকোণকে তিনি বলেন, আজ দুপুরে নগরীর চকবাজার এলাকায় ২৫টি সিএনজিচালিত বাস ও ৩৫টি ডিজেলচালিত বাসে অভিযান চালানো হয়। এছাড়া চকবাজার এলাকায় যাতায়াত করা প্রতিটি সিএনজিচালিত অটোরিক্সাও অভিযান চালানো হয়। চকবাজার থেকে যে ভাড়া ৮ টাকা, অনেক চালক তা নিচ্ছেন ১০ টাকা। ঘটনাস্থলে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ৩ চালককে ৬ হাজার টাকা ও কাগজপত্র না থাকায় এক চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট