চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘রমজানে টেরীবাজার সড়ক হবে একমুখী ও যানজটমুক্ত’

৪ মে, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটনের ডিসি ট্রাফিক (উত্তর) হারুন উর রশিদ হাযারী পবিত্র মাহে রমজানে চট্টগ্রামের প্রধান ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র টেরীবাজার এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ যানজটমুক্ত রাখার সব রকমের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ক্রেতাসাধারণের সুবিধার্থে টেরীবাজার সড়ককে একমুখী রাখার পাশাপাশি এই সড়ক দিয়ে চলাচলকারী পণ্যবাহী ট্রাক ভিন্ন পথ দিয়ে চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব সিকিউরিটি গার্ডের পাশাপাশি অতিরিক্ত ট্রাফিক পুলিশও সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। তিনি গত বৃহস্পতিবার টেরীবাজার সড়ক ওয়ান ওয়ে ও যানজট মুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ নাজমুল হাসান, পিআই কোতোয়ালি মোহাম্মদ সেলিম উদ্দিন, টি.আই মোহাম্মদ আবছার উদ্দিন, বক্সিরহাট ফাঁড়ির ইনচার্জ নুরুজ্জামান, খাইরুল ইসলাম কক্সী, বেলায়েত হোসেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট