চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘১৭ কোটি মানুষের আইডল বঙ্গবন্ধুকে অনুসরণ করলে এগিয়ে যাবে দেশ’

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২২ | ১:০৫ পূর্বাহ্ণ

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে চকরিয়া প্রেস ক্লাব।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় প্রেস ক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ সাহাব উদ্দিন মাহমুদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক ও সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরওয়ার আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।

আলোচনা করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন সাজিদ, সিনিয়র সাংবাদিক বশির আল মামুন, সাবেক সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক একেএম বেলাল উদ্দিন ও মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা শাখা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাংবাদিক নেতা জিয়াবুল হক, অর্থ সম্পাদক জহিরুল, আলম সাগর, আপ্যায়ন সম্পাদক হান্নান শাহ, প্রচার সম্পাদক শাহজালাল শাহেদ, ক্রীড়া সম্পাদক জামাল হোসেন, আবদুল মতিন চৌধুরী, শাহ মোহাম্মদ জাহেদ, কে এম নাছির উদ্দিন, রাজু দাশ, মোস্তফা কামাল, নিজাম উদ্দিন, নুরুদ্দোজা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন বিপন্নের মুখে রেখে লাল সবুজ পতাকার বাংলাদেশ দিয়েছিলেন সাড়ে ৭ কোটি মানুষকে। মাত্র সাড়ে তিন বছরে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন দেশকে চলমান ও সহনিয় পর্যায়ে এনে শুরু করেছিলেন মুক্তির সংগ্রাম। এরমধ্যেই দেশি-বিদেশি চক্র বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের ১৭ সদস্যকে নৃশংসভাবে হত্যা করে পিছিয়ে দেয় বাংলাদেশকে। মুক্তিযুদ্ধকে ভিন্নভাতে প্রবাহিত করে বিকৃত করে ইতিহাসকে। বঙ্গবন্ধু হত্যার রায় হয়েছে। ফাঁসি হয়েছে ৬ জনের, মারা গেছে একজন, অপর পাঁচ জনকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। সাথে হত্যার নেপথ্য কুশীলবদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

পূর্বকোণ/জাহেদ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট