চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বোয়ালখালীর ৭ রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২২ | ১০:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং লাইসেন্স না থাকায় ৭ রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর, গোমদন্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

পূর্বকোণকে তিনি বলেন, লাইসেন্স না থাকায় সদরের এন. জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য গ্রিনচিলিকে ৫ হাজার টাকা, কাস্তূরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আবদুর রশিদ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গোমদণ্ডী ফুলতলের আল-আমিন হোটেলকে ১৫ হাজার টাকা এবং শাকপুরা চৌমুহনী বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/বাবর/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট