চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলেন চালক, গুনলেন জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২ | ১০:০২ অপরাহ্ণ

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় ও বৈধ কাগজপত্র না থাকায় চট্টগ্রামের ৯ বাসচালককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার ১৭ আগস্ট বিকেলে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহারিয়ার ‍মুক্তার। 

পূর্বকোণকে তিনি বলেন, আজ নগরীর পলোগ্রাউন্ড এলাকায় ২০টি সিএনজিচালিত বাস ও ৩৫টি ডিজেল চালিত বাসে এ অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক চালক দেখলাম অতিরিক্ত ভাড়া আদায় করছে। এছাড়া অনেক চালক ও যানবাহনের বৈধ কোন কাগজপত্রই নেই। তাই ৯টি যানবাহানের চালককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট